December 6, 2023, 8:39 pm

সরকারের উন্নয়নের বার্তা নিয়ে সাতক্ষীরায় নজরুল ইসলামে গণসংযোগ

মিছিল ডেস্কঃ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামীলীগ সরকারের সাফল্য ও অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গণসংযোগ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ নজরুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনির সভাপত্বিে সাতক্ষীরা পৌর শহরের হাটের মোড় থেকে সঙ্গীতার মোড় পর্যন্ত এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন সাথে সাথে নৌকা মার্কায় ভোট চান নজরুল ইসলাম। এসময় জেলা আওয়ামিলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সদর উপজেলা আওয়ামী এর সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামী এর সহসভাপতি আশরাফুল কবির খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক গোলাম মোস্তফা খোকন, বন ও পরিবেশ সম্পাদক আমজাদ হোসেন লাবলু, উপদপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ধর্ম বিষয়ক কামরুল ইসলাম,কষাধক্ষ আমিনুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মাজেদ খান, সবুর খান, ৬নং ওয়ার্ল্ড আওয়ামীলীগ এর সভাপতি বাবু নারান চন্দ্র মন্ডল, ৩নং আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর সেলিম, আওয়ামীলীগ নেতা রুস্তম খান জজ, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, যুবলীগ নেতা শেখ আবির হোসেন অভি, আব্দুর রহমান, রুহুল আমিন, বিশ্বজিৎ, সাগর প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর