December 3, 2023, 3:16 pm

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৩শ পিচ ইয়াবাসহ আটক ১

আরিফুল ইসলাম আশাঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ থেকে ৩শ পিচ ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত ভোররাতে কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের জনৈক প্রেম চন্দ্র হালদার এর বাড়ির সামনে রাস্তার উপর”হতে ৩শ পিচ ইয়াবাসহ ওই মাদক চোরাকারবারিকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃতের নাম মোঃ হাফিজুল ইসলাম(২১) তিনি কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের গফফার হোসেন গাজীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, কালিগঞ্জ থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চলাকালে এসআই শিমুল হালদার, এএসআই এম.ডি মাইনুল ইসলাম, সঙ্গীয় ফোর্সের সহায়তায় খারহাট গ্রামের জনৈক প্রেম চন্দ্র হালদার এর বাড়ির সামনে রাস্তার উপর”হতে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাফিজুল নামের ওই মাদক চোরাকারবারিকে আটক করাহয়। পরে তাকে কালিগঞ্জ থানায় একটি মাদক মামলা দেওয়া হয়েছে। মামলা নং-২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর