December 3, 2023, 2:22 pm

সাতক্ষীরায় জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরায় জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনেরআয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখসুফিয়ান রুস্তম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসরআমানউল্লাহ-আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসরবাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা,কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা চেয়ারম্যানআতাউল হক দোলন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল , পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক শেখ মো. হাশেম আলী, জেলা মার্কেটিং অফিসার মো.আব্দুল্লাহ প্রমুখ। এসময় জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, শিক্ষা প্রকৌশল, এলজিইডি, বাইপাস, বিশ্ববিদ্যালয় ও পৌরসভার উন্নয়ন চলমান অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর