December 6, 2023, 8:24 pm

আশাশুনির বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান এসএম শাহজাহান আলী আর নেই

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো: আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবীদ এসএম শাহজাহান আলী (৭২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন) শনিবার রাত ১১:৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর আশাশুনি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আশাশুনি ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম হুমায়ুন কবীর সুমনের পিতা মরহুম শাহজাহান আলীর নামাযে জানাযায় উপস্থিত থেকে তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন, এড. গোলাম মোস্তফা, মরহুমের ভাই সাবেক চেয়ারম্যান এড. শহীদুল ইসলাম পিন্টু, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, শাহনেওয়াজ ডালিম, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, দিপংকর বাছাড় দীপু, মিজানুর রহমান চৌধুরী, ওমর সাকি পলাশ, রহুল কুদ্দুস, রাসেদ আহম্মেদ খোকা, আওয়ামীলীগ নেতা স ম সেলিম রেজা মিলন, ঢালী মোঃ সামছুল আলম, আব্দুস সামাদ বাচ্চু সহ সর্বস্তরের রাজনীতিবীদ ও মুসুল্লীবৃন্দ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সকলের প্রিয় এই নেতাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর