December 6, 2023, 8:48 pm

কালিগঞ্জে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন

ওই

হাফিজুর রহমান শিমুলঃ

বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এর নির্বাহী প্রধান বিশিষ্ট আবৃত্তি শিল্পী, আলোকিত সাদা মনের মানুষ, সমাজসেবক, উপকূল বন্ধু মোস্তফা নুরুজ্জামানের এর ৫৮ তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে । শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলার আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যে দুই বাংলার দিকপাল সাবেক অধ্যাপক সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি গাজী আজিজুর রহমান। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, দেশ টিভি’র জেলা প্রতিনিধি শরিফুল্ল্যাহ কায়সার সুমন, নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, বিশিষ্ট আইনজীবী সুশীলনের ইসি কমিটির কোষাধ্যক্ষ জাফরুল্লাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, ইসি কমিটির সদস্য শিক্ষিকা কনিকা রানী সরকার। মহতি অনুষ্ঠানে বন্ধু ফোরামের সেক্রেটারী সৈয়েদ মাহমুদুর রহমানসহ সাংবাদিক বৃন্দ, সুশীলনের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপকূল বন্ধু’র ৫৮তম জন্মদিনে ৫৮ টি মোমবাতি জ্বালিয়ে কেককেটে ও স্মৃতিচারণ মূলক আলোচনা সভা এবং দোযা মোনাজাত অনুষ্ঠিত হয়। একইভাবে সুশীলনের খুলনা কার্যালয়েও অনুরূপ ভাবে নির্বাহী প্রধানের জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর