December 6, 2023, 10:03 pm

দেবহাটায় সাংবাদিক আ. সালামের পিতার ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

স্টাফ রিপোর্টার: দৈনিক যশোর পত্রিকার ভ্রাম্যামান প্রতিনিধি আব্দুস সালামের পিতা রব্বানী দফাদার (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তিনি হার্ডের সমস্যা নিয়ে অসুস্থ বোধ করলে প্রথমে সদর হাসপাতাল। পরে মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ সাতক্ষীরা হার্ড ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, একপুত্র, ২ কন্যা সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে পরকালে পাড়ি দেন। বাদ জুম্মা জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে, সাংবাদিক আব্দুস সালামের পিতার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি রাজু আহমেদ ও আবু হুরাইরা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, লিটন ঘোষ বাপী, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম,এ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রুহুল আমিন, সাবেক সভাপতি আব্দুল ওহাব, আব্দুর রব লিটু, সদস্য আহŸায়ক আজিজুল হক আরিফ, কবির হোসেন, সুজন ঘোষ, দিপঙ্কর বিশ^াস, এসকে অভি, সজল ইসলাম, এসএম নাসির উদ্দীন, নির্মল কুমার মন্ডল, সহযোগী সদস্য মনিরুজ্জামান মনি, আব্দুল আলিম মিঠু, উত্তম কুমার ধাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর