স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে মূল্যায়ণ ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা অফিসার জনাব অধীর কুমার গাইন, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন সহ উপকারভোগীগণ।
Leave a Reply